আম্পায়ারিং নিয়ে ক্ষোভ, ঠারে ঠারে বোঝালেন ক্যারিবিয়ান অধিনায়ক! দেখুন ভিডিও

বেশ কয়েকটি ক্ষেত্রে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে ওয়েস্টইন্ডিজ। বিশেষ করে গেইলকে আউট দেওয়া হয় যেই বলে, সেটি ফ্রি-হিট হওয়ার কথা। তাই ক্যারিবিয়ান শিবিরে আম্পারিং নিয়ে ক্ষোভ রয়েছে।

 

/ Updated: Jun 08 2019, 12:04 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ১৫ রানে পরাজিত হতে হয়েছে। বিশ্বকাপের এই ম্যাচে আম্পায়িং নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। ক্যারিবিয়ান ইনিংসে চারবার মাঠের আম্পায়ার আউট দিয়েছেন, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে গিয়েছেন ওয়েস্টইন্ডিজ ব্যাটসম্যানরা। অর্থাত চারবারই ভুল করেছিলেন মাঠের আম্পায়াররা।

তবে সবচেয়ে বড় ধাক্কাটা আসে ষষ্ঠ ওভারে। মিচেল স্টার্কের বলে এলবিডব্লু হয়ে ফিরে যান ইউনিভার্স বস ক্রিস গেইল। কিন্তচু তাঁর আগের বলটি করার সময়ই ক্রিজের অনেকখানি বাইর পা ফেলেছিলেন স্টার্ক। অর্থাত হিসেব মতো সেই বলটি নো বল এবং পরের বলটি ফ্রি হিট হওয়ার কথা। কিন্তু সেই বলেই তিনি আউট হন। ফলে আম্পারিং নিয়ে ওয়েস্টইন্ডিজ শিবিরে ক্ষোভ জন্মেছে। আইসিসির বিধিভঙ্গের ভয়ে পুরোপুরি মুখ খুললেও ঠারে ঠারে তা বুঝিয়ে দিলেন ক্যারিবিয়ান অধিনায়ক।