বিশ্বকাপ অভিষেকেই এল চার উইকেট! অনুভুতিটা কেমন, দেখুন চাহাল কি বলছেন
বিশ্বকাপের প্রথম ম্যাচেই শিকার চার উইকেট। ছাপিয়ে গিয়েছেন দোসর কুলদীপকেও। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত চাহাল।
তাঁকে দলের এক নম্বর স্পিনার ধরা হয় না। সেই জায়গাটা এখনও রয়েছে কুলদীপ যাদবের হাতে। রবীন্দ্র জাদেজাকে খেলানো হলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ২০১৯-এ ভারতের প্রথম ম্যাচে হয়তো যুজবেন্দ্র চাহালের খেলাই হতো না। কিন্তু, ম্যাচে কুলদীপের থেকে বেশি ভাল বল করলেন চাহালই। ১০ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫১ রান দিয়ে নিলেন ৪টি উইকেট। স্বাভাবিকভাবেই ম্যাচের পর তাঁর গলায় ধরা পড়ল উচ্ছ্বাস। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার নেমেই সফল হওয়ার অনুভুতিটা ঠিক কেমন, জানালেন ভারতীয় লেগ স্পিনার।