ভারতীয় ক্রিকেটের মুকুটে নতুন পালক, বলছেন সচিন
দেশের প্রথম দিন রাতের টেস্ট নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ভারত অধিনায়ক সচিন তেন্ডুলকর। শুক্রবার সকালেই শহরে এসেছেন মাস্টার ব্লাস্টার। শহরে এসেছেন বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক কপিল দেবও।
শুক্রবার সকালে থেকেই কলকাতা বিমান বন্দের তুমুল ব্যস্ততা। কারণ সকাল থেকেই দেশের প্রথম পিঙ্ক বল টেস্টে অংশ নিতে শহরে আসতে শুরু করেছেন ভিভিআইপিরা। শুক্রবার একে একে শহরে আসেন, সানিয়া আজহার, ভেঙ্কটেশ প্রসাদরা। এরপর শহরে আসেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। বিমানবন্দরে যদিও কোনও কথা বলেননি কপিল। এরপর শহরে আসেন সচিন তেন্ডুলকর। শহরে পৌছেই সচিন বলেন, পিঙ্ক বল টেস্ট নিয়ে তিনি কতটা উচ্ছ্বসিত সেটা জানালেন সচিন। একই সঙ্গে এই বিরাট আয়োজনের জন্য তাঁর প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন সচিন।