ফাইনালের রুদ্ধশ্বাস লড়াইয়ে আজ মুখোমুখি কলকাতা‐চেন্নাই

দশমীর রাতেই ফাইনালে মুখোমুখি কলকাতা‐চেন্নাই। সাত বছর পর ফাইনাল খেলবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা বনাম চেন্নাই ফাইনাল শুরু হবে ৭.৩০‐এ। এই ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দিল্লির বিরুদ্ধে জিতে আইপিএল ফাইনালে মর্গ্যানের দল। সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন ক্রিকেট প্রেমীরা। বুধবার পন্থের দলকে তিন উইকেটে হারায় নাইটরা। অন্যদিকে চেন্নাই এবার প্রথম থেকেই ভালো ছন্দে আছে। আজকের ম্যাচে কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারে নাইটদের। তবে নাইটরাও চাইবেই নিজেদের প্রমাণ করতে। এত বছর পর ফাইনালে কলকাতা তাই তারা চাইবেই জিততে। এখন এটাই দেখার কোন দল এবার জেতে আইপিএল।
 

/ Updated: Oct 15 2021, 04:42 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দশমীর রাতেই ফাইনালে মুখোমুখি কলকাতা‐চেন্নাই। সাত বছর পর ফাইনাল খেলবে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা বনাম চেন্নাই ফাইনাল শুরু হবে ৭.৩০‐এ। এই ম্যাচটি হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। দিল্লির বিরুদ্ধে জিতে আইপিএল ফাইনালে মর্গ্যানের দল। সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন ক্রিকেট প্রেমীরা। বুধবার পন্থের দলকে তিন উইকেটে হারায় নাইটরা। অন্যদিকে চেন্নাই এবার প্রথম থেকেই ভালো ছন্দে আছে। আজকের ম্যাচে কঠিন লড়াইয়ের মুখে পড়তে পারে নাইটদের। তবে নাইটরাও চাইবেই নিজেদের প্রমাণ করতে। এত বছর পর ফাইনালে কলকাতা তাই তারা চাইবেই জিততে। এখন এটাই দেখার কোন দল এবার জেতে আইপিএল।