Asianet News BanglaAsianet News Bangla

মুখোমুখি লড়াইয়ে আজ দিল্লি বনাম হায়দরাবাদ, নজরে ম্যাচ প্রিভিউ

Sep 22, 2021, 3:28 PM IST

মুখোমুখি লড়াইয়ে আজ ডিসি বনাম এসআরএইচ। প্রথম পর্বে ৭ টির মধ্যে মাত্র ১ টি ম্যাচে জয় হয় হায়দরাবাদের। হায়দরাবাদে ডেভিড ওয়ার্নারকে সরানোর পর এখন অধিনায়কত্বের দায়িত্ব আছেন কেন। এই দ্বিতীয় ম্যাচে তিনি নেতৃত্ব দেবেন। অন্যদিকে প্রথম পর্বে ৮ টি ম্যাচের মধ্যে ৬ টি ম্যাচে জয় হয় ঋষভের দলের। পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে এখন এই দল। হায়দরাবাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ঋষভের দল। এই ম্যাচে তাই ঋষভের দলের জয়ের সম্ভবনা অনেকটাই বেশি। এই ম্যাচটি বিশেষ গুরুত্বপূর্ণ হায়দরাবাদের কাছে। জয়ী হতে এই ম্যাচে যে হায়দরাবাদ প্রস্তুতি নিয়েই নামবে তা বলাই যায়। আশা করা যায় এই ম্যাচে তাই লড়াই হবে হাড্ডাহাড্ডি। ঋষভ না কেন, এখন এটাই দেখার কার দল যেতে এই ম্যাচ।