ক্রিকেট প্রেমীদের আত্মবিশ্বাস মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স করবে জয়

  • বাংলার ক্রিকেট প্রেমী মানেই কেকেআর -এর করব লড়ব জিতব রে
  • আজ সেই কেকেআর -এর প্রথম ম্যাচ
  • শেখ জায়েদে আজ ঝড় তুলতে নামছে তারা
  • আর তাই নিয়েই জল্পনা এখন তুঙ্গে
/ Updated: Sep 23 2020, 08:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আজ আইপিএল এর পঞ্চম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স। এবছর কলকাতা নাইট রাইডার্স -এর আইপিএলে -এর প্রথম খেলা আজ। প্রায় দীর্ঘ ছয় মাস পর আজকে প্রথম খেলা তাই একটা বড় চ্যালেঞ্জ কলকাতার কাছে। মুম্বই ইন্ডিয়ান্স এর আগেও একটি ম্যাচ খেলেছে ঠিকই, কিন্তু চেন্নাইয়ের কাছে তাদের পরাজয় হয়। তাই আবার কলকাতা নাইট রাইডার্স আত্মবিশ্বাসে ভরপুর আজকের ম্যাচে তারা জয়ী হবেই। পুরনো রেকর্ডে ক্রিকেট বিশ্বের কাছে কুড়ি ওভারের ম্যাচে ব্রেন্ডন ম্যাককালাম এর রানের ইনিংস ও প্রায় অনেক বেশি। যেহেতু তিনি বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের কোচ। মুম্বাইয়ের বিরুদ্ধে রান অনেক বেশি উঠবে বলে আশা করা যায়। পাশাপাশি আছে আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক , কুলদীপ যাদব এর মত খেলোয়াড়। অর্থাৎ মুম্বাইয়ের বিরুদ্ধে কলকাতা টিমে রয়েছে ভালো প্রতিদ্বন্দ্বী।
নাইট রাইডার্সের ভক্তদেরও তাই আত্মবিশ্বাস। আজকের ম্যাচ দেখতে খুবই আগ্রহী তারা, তাদের মধ্যে ফুটে উঠেছে উত্তেজনা। তবে একটা ভয়ও কাজ করছে, যে কি হবে। একাদশ খেলোয়াড়ের মধ্যে কে কে থাকবে সেই নিয়ে ও আর একটা পরিকল্পনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে। খেলা দেখতে ভালবাসে আট থেকে আশি সকলেই কিন্তু তরুণ প্রজন্মের মধ্যে আলাদা উন্মাদনা। সেরকমই এক ছাত্রী অর্পিতা পাল বলেছে, আজকের ম্যাচ নিয়ে অধীর আগ্রহে রয়েছে সে। কলকাতা টিমের প্রিয় খেলোয়ার আন্দ্রে রাসেল আজ হাফ সেঞ্চুরি তো অবশ্যই প্রত্যাশিত তার বেশিও করবে বলেই আশা। অন্যদিকে শাশ্বতিক, সোনালী ও শুভম বাগচি তাদেরও একই মতামত যে আজকের ম্যাচ একটু হয়তো অন্যরকম হবে। সম্ভাব্য একাদশের মধ্যে ভেবেছে টম ব্যান্টন, সুনীল নারীন, শুভমন গিল নিতিশ রানা , ইংল্যান্ডের অধিনায়ক মরগ্যান ,কমলেশ নাগারকোটি, প্রসিধ কৃষ্ণা অবশ্যই অলরাউন্ডার অ্যান্ড্রে রাসেল কে বাদ দেওয়া যায় না।ক্যাপ্টেন দীনেশ কার্তিক তো আশা করা যায় খেলবেই। আজকের এই লাইনআপই হয়তো থাকবে বলে ভক্তরা মনে করেন। মুম্বইকে আজকে পিকটা দেবে দীনেশ কার্তিকের টিম ।এই  রুদ্ধশ্বাস ম্যাচ দেখার অপেক্ষায় রয়েছে সকল কলকাতা নাইট রাইডার্সের প্রেমীরা।