টেস্ট সিরিজ শুরুর আগে জোরদার প্রস্তুতি, অনুশীলনের জন্য বাড়িতেই আস্ত পিচ তৈরি করে ফেললেন লাবুশেন

মার্চ মাস থেকেই শুরু হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ৪ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে টেস্ট সিরিজ। স্পিনারদের সামাল দিতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। তিনি বাড়িতেই বানিয়ে ফেলেছেন আস্ত পিচ। তাতে জোর কদমে চলছে তাঁর অনুশীলন।
 

/ Updated: Feb 22 2022, 07:03 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মার্চ মাস থেকেই শুরু হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ। ৪ মার্চ থেকেই শুরু হয়ে যাচ্ছে টেস্ট সিরিজ। জোর কদমে চলছে এখন তার প্রস্তুতি। প্লেয়াররা এখন উঠে পড়ে লেগেছেন প্রস্তুতির জন্য। আর এই প্রস্তুতি পর্বেরই এক ছবি এবার উঠে এল সোশ্যাল মিডিয়ার হাত ধরে। স্পিনারদের সামাল দিতে জোর কদমে প্রস্তুতি শুরু করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্নাস লাবুশেন। তিনি বাড়িতেই বানিয়ে ফেলেছেন আস্ত পিচ। তাতে জোর কদমে চলছে তাঁর অনুশীলন। কীভাবে তিনি এই পিচ তৈরি করেছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে তিনি নিজেই জানিয়েছেন সেকথা। মজা করে তিনি বাড়িতে অনুশীলন করছেন বলেও ভিডিওতে জানিয়েছেন তিনি। বাড়ির এক লম্বা জায়গায় প্রথমে তিনি একটি কালো রঙের ম্যাট পেতেছেন। কালো রঙের ম্যাটের ওপর তিনি টেপ দিয়ে আটকে দিয়েছেন অ্যালুমিনিয়ামের ছোট ছোট পাত। আর সেখানেই চলছে তাঁর প্রস্তুতি। অনুশীলনে কোনওরকম খামতি রাখতে নারাজ তিনি তাই এই বিশেষ ব্যবস্থা।