ফের 'গোলাপি বল' ক্রিকেট জ্বর, ইডেন ছাড়িয়ে এবার ছড়িয়ে গেল জেলায়

কলকাতার বাইরে জেলা শহরে প্রথম 'গোলাপি বল' ক্রিকেট জ্বর শুরু হল মালদহে। সপ্তাহব্যাপী আট দলের নকআউন ক্রিকেট প্রতিযোগাতিয়া অংশ নিচ্ছে মালদহ ছাড়াও কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বীরভূম, মুর্শিদাবাদ জেলার ক্রিকেট দলগুলি। বাংলাদেশের একটি ক্রেকট দলকেও আমন্ত্রণ জানান হয়েছে এই টুর্নামেন্টে। 

/ Updated: Jan 06 2020, 03:51 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কলকাতার বাইরে জেলা শহরে প্রথম 'গোলাপি বল' ক্রিকেট জ্বর শুরু হল মালদহে। সপ্তাহব্যাপী আট দলের নকআউন ক্রিকেট প্রতিযোগাতিয়া অংশ নিচ্ছে মালদহ ছাড়াও কলকাতা, শিলিগুড়ি, জলপাইগুড়ি, বীরভূম, মুর্শিদাবাদ জেলার ক্রিকেট দলগুলি। বাংলাদেশের একটি ক্রেকট দলকেও আমন্ত্রণ জানান হয়েছে এই টুর্নামেন্টে। মালদহের বৃন্দাবনী ময়দানে প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিএবি-র কার্যকরি কমিটির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রতিযোগিতা চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। উত্তরবঙ্গের অন্যতম এই সেরা প্রতিযোগিতা এবার পা দিল ১৯তম বছরে। প্রতিযোগিতার পরিচালনা করছেন সিএবি-র আম্পায়াররা। প্রতিযোগিতার জন্য উত্তরপ্রদেশের মিরাট থেকে আনানো হয়েছে বিশেষ ধরণের গোলাপি বল। প্রতিযোগিতার প্রথম দিন গোলাপি বল ক্রিকেট দেখতে ভিড় জমিয়েছিলেন মালদহ জেলার বহু ক্রিকেট অনুরাগী।