এক রানে এগিয়ে বিরাট, বুধবারের ম্যাচে কি হবে
টি২০আই ক্রিকেটে এখন রাজা বিরাট কোহলি। গত রবিবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে গ্রিনফিল্ড স্টেডিয়ামে ১৭ বলে ১৯ রানের ইনিংস খেলেন। ফলে ৬৯ ইনিংসে তাঁর রান এখন ২৫৬৩। অন্যদিকে ভারতের সহঅধিনায়ক রোহিত শর্মা আছেন ৯৫ ইনিংসে ২৫৬২ রানে। অর্থাৎ এই মুহূর্তে রোহিতের থেকে বিরাট মাত্র ১ রানে এগিয়ে আছেন। হায়দরাবাদে প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু রবিবারে ম্যাচে তিরুঅনন্তপুরমে ওয়েস্টইন্ডিজ সিরিজে সমতা ফিরিয়েছে। বুধবার মুম্বইয়ের ওয়াঙ্খেরেতে সিরিজের ফয়সালার ম্যাচ। ম্যাচের ফলাফলের পাশাপাশি চোখ রাখতে হবে ভারতের অধিনায়ক ও সহঅধিনায়কের একে অপরকে ছাপিয়ে যাওয়ার খেলার দিকেও।
টি২০আই ক্রিকেটে এখন রাজা বিরাট কোহলি। গত রবিবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে গ্রিনফিল্ড স্টেডিয়ামে ১৭ বলে ১৯ রানের ইনিংস খেলেন। ফলে ৬৯ ইনিংসে তাঁর রান এখন ২৫৬৩। অন্যদিকে ভারতের সহঅধিনায়ক রোহিত শর্মা আছেন ৯৫ ইনিংসে ২৫৬২ রানে। অর্থাৎ এই মুহূর্তে রোহিতের থেকে বিরাট মাত্র ১ রানে এগিয়ে আছেন। হায়দরাবাদে প্রথম ম্যাচ জিতে ১-০তে এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু রবিবারে ম্যাচে তিরুঅনন্তপুরমে ওয়েস্টইন্ডিজ সিরিজে সমতা ফিরিয়েছে। বুধবার মুম্বইয়ের ওয়াঙ্খেরেতে সিরিজের ফয়সালার ম্যাচ। ম্যাচের ফলাফলের পাশাপাশি চোখ রাখতে হবে ভারতের অধিনায়ক ও সহঅধিনায়কের একে অপরকে ছাপিয়ে যাওয়ার খেলার দিকেও।