এনআরসি-যন্ত্রণায় দুর্গা-শরণে অসম, শেষ মুহূর্তে প্রবল হুড়োহুড়ি পালবাড়ি এলাকায়, দেখুন ভিডিও

এনআরসির ধন্দে এইবার শুরুতে অসমে অধিকাংশ শিল্পীই ঠাকুর গড়ায় হাত দেননি। অনেকেরই নাগরিকপঞ্জীর চুড়ান্ত তালিকায় নাম নেই। নাম থাকা না থাকা ভুলে, শেষ পর্যন্ত প্রায় সকলেই দুর্গা প্রতীমা তৈরিতে মনোনিবেশ করেছেন। দেরীতে কাজ শুরু হওয়ায় শেষ মুহূর্তে এখন দারুণ চাপে তাঁরা।

 

/ Updated: Sep 27 2019, 04:26 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

৩১ অগাস্ট অসমে নাগরিকপঞ্জীর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তাতে প্রায় ১৯ লক্ষ আবেদনকারী বাদ পড়েছেন। অনেকের কাছে বৈধ নথি থাকা সত্ত্বেও বিদেশী ট্রাইবুনালে দিয়ে ধরনা দিতে হচ্ছে। এই দুর্গতি থেকে মুক্তি পেতে আপাতত মা দুর্গার শরণাপন্ন অসমবাসী। পুজোর আর মাত্র কয়েকটাদিনই বাকি। এই অবস্থায় এখন প্রায় দিবারাত্র কাজ করে চলেছেন বোঙ্গাইগাঁও-এর পালবাড়ির শিল্পীরা। এনআরসির ধন্দে এইবার শুরুতে অধিকাংশ শিল্পীই ঠাকুর গড়ায় হাত দেননি। শিল্পীদের অনেকেরই চুড়ান্ত তালিকায় নাম নেই। এই নাম থাকা না থাকা ভুলে, শেষ পর্যন্ত প্রায় সকলেই অবশ্য দুর্গা প্রতীমা তৈরিতে মনোনিবেশ করেছেন। কিন্তু, একটু দেরী করে শুরু হওয়ায় শেষ মুহূর্তে এসে এখন দারুণ চাপে তাঁরা। মনে একটাই আশা, মা এলেই সব ঠিক হয়ে যাবে।