West Bengal Weather : রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া
আমফান, ইয়াসের পর, রাজ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং। বঙ্গের আরও কাছে ঘূর্ণিঝড় সিত্রাং। ক্রমশ শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হল আজ। আগামী কাল অতিগভীর নিম্নচাপে পরিণত হবে। সোমবার, কালীপুজোর দিন অতি গভীর নিম্নচাপ পরিণত হওয়ার কথা ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার ঘূর্ণিঝড় এসে পৌঁছবে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে।
তাই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দুই ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুরেও। প্রতি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।