Weather Update : কালীপুজোয় তাণ্ডব চালাবে সাইক্লোন? ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দিল IMD

কালীপুজোয় তাণ্ডব চালাবে সাইক্লোন? ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট দিল IMD আগামী ২২ অক্টোবর তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। ২৩ অক্টোবর রূপ নিতে পারে 'সাইক্লোন'। কোনদিকে অভিমুখ স্পষ্ট নয়। আগামী ২ দিনেই জানা যাবে ঘূর্ণাবর্তের অভিমুখ। অনুমান সঠিক হলে কালি পুজোর আগেই আছড়ে পড়তে পারে 'সাইক্লোন'।

| Oct 18 2022, 10:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কালীপুজোয় তাণ্ডব চালাবে সাইক্লোন? ঘূর্ণিঝড় নিয়ে বড় আপডেট দিল IMD আগামী ২২ অক্টোবর তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ। ২৩ অক্টোবর রূপ নিতে পারে 'সাইক্লোন'। কোনদিকে অভিমুখ স্পষ্ট নয়। আগামী ২ দিনেই জানা যাবে ঘূর্ণাবর্তের অভিমুখ। অনুমান সঠিক হলে কালি পুজোর আগেই আছড়ে পড়তে পারে 'সাইক্লোন'।