Asianet News BanglaAsianet News Bangla

এবার পুজোয়ও মনের মানুষকে পাওয়ার আশায় অরুণিমা, খোলামেলা আড্ডায় জানালেন অভিনেত্রী

পুজোয় পরিবারের সঙ্গেই সময় কাটান অরুণিমা। সেই সঙ্গেই বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে চলে খাওয়া দাওয়া। পুজোয় নিজের জন্য অবশ্য কিছুই কেনননি অরুণিমা। পুজোর স্মৃতি বলতে অরুণিমার কাছে ছোট বেলার স্মৃতি ভিড় করে আসে। ডায়েট ভুলেই মিষ্টি প্রতি তাঁর ভালোবাসার কথাও জানালেন অরুণিমা। এখনও প্রেম আসেনি অরুণিমা জীবনে। দুঃখ করে মনের কথা বলেই ফেললেন অরুণিমা। এবছর তবে আশায় থাকবে মনের মানুষকে পাওয়ার, সে কথাও জানালেন।

Oct 10, 2021, 1:05 AM IST

পুজোয় পরিবারের সঙ্গেই সময় কাটান অরুণিমা। সেই সঙ্গেই বন্ধুদের সঙ্গে আড্ডা থেকে চলে খাওয়া দাওয়া। পুজোয় নিজের জন্য অবশ্য কিছুই কেনননি অরুণিমা। পুজোর স্মৃতি বলতে অরুণিমার কাছে ছোট বেলার স্মৃতি ভিড় করে আসে। ডায়েট ভুলেই মিষ্টি প্রতি তাঁর ভালোবাসার কথাও জানালেন অরুণিমা। এখনও প্রেম আসেনি অরুণিমা জীবনে। দুঃখ করে মনের কথা বলেই ফেললেন অরুণিমা। এবছর তবে আশায় থাকবে মনের মানুষকে পাওয়ার, সে কথাও জানালেন।