Asianet News BanglaAsianet News Bangla

মহাষ্টমীতে চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে কুমারী পুজো

Oct 13, 2021, 3:54 PM IST

প্রতি বছর বেলুড় মঠের দুর্গা পুজো দেখতে অসংখ্য মানুষ ভিড় জমান। করোনা আবহে এবার করোনা বিধি মেনেই পুজো হচ্ছে বেলুড় মঠে। মহাষ্টমীতে চিরাচরিত রীতি মেনেই এবারও বেলুড় মঠে কুমারী পুজো। বুধবার সকালে প্রথমে মঙ্গলারতি হয় বেলুড় মঠে। মঙ্গলারতির পর শুরু হয় অষ্টমী পুজো এবং তারপরেই হয় কুমারী পুজো। করোনার কথা মাথায় রেখেই এবার কুমারীর মুখেও ছিল মাস্ক।