বিজয়া দশমীর দিনই রায়গঞ্জের এই গ্রামে শুরু হয় পুজো

শুক্রবার পালিত হয়েছে বিজয়া দশমী। মা‐কে বিদায় জানিয়ে মন খারাপ সকলের। মন খারাপের উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জের খাদিমপুরে। বিজয়া দশমীর পরেই সেখানে শুরু হয় দুর্গাপুজো। পুজোর আনন্দে মেতে ওঠেন সেখানকার মানুষ। পুজোর চারদিন সেখানে বসে মেলাও। এখানে তবে দেবী দূর্গা 'বালাইচন্ডী' রূপে পূজিত হন। দশমীর রাত থেকেই এখানে শুরু হয়ে যায় পুজো।

/ Updated: Oct 16 2021, 08:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

শুক্রবার পালিত হয়েছে বিজয়া দশমী। মা‐কে বিদায় জানিয়ে মন খারাপ সকলের। মন খারাপের উল্টো চিত্র ধরা পড়ল রায়গঞ্জের খাদিমপুরে। বিজয়া দশমীর পরেই সেখানে শুরু হয় দুর্গাপুজো। পুজোর আনন্দে মেতে ওঠেন সেখানকার মানুষ। পুজোর চারদিন সেখানে বসে মেলাও। এখানে তবে দেবী দূর্গা 'বালাইচন্ডী' রূপে পূজিত হন। দশমীর রাত থেকেই এখানে শুরু হয়ে যায় পুজো।