Asianet News BanglaAsianet News Bangla

পাড়ার পুজোয় আনন্দে মাতলেন সৌরভ

Oct 13, 2021, 4:34 PM IST

পুজোর আনন্দে মাতলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতি বছরের মত এবারও পাড়ার পুজোয় দেখা গেল দাদাকে। বড়িশা প্লেয়ার্স কর্নার অর্থাৎ নিজের পাড়ার পুজোয় দেখা গেল তাঁকে। 'পুজোয় আনন্দ করি মায়ের কাছে কিছু চাইনা', বললেন সৌরভ। অষ্টমীর রাতেই দুবাইয়ের উদ্দেশে রওনা দিচ্ছেন সৌরভ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তিনি। এবার পুজোয় তবে বিরিয়ানি খাওয়া হচ্ছে না, জানালেন দাদা।

Video Top Stories