হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। হৃদরোগে আক্রান্ত মৃত্যু অভিষেক চট্টোপাধ্যায়-এর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। খড়কুটো এবং মোহর ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। 
 

/ Updated: Mar 24 2022, 11:21 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee)। হৃদরোগে আক্রান্ত মৃত্যু অভিষেক চট্টোপাধ্যায়-এর (Abhishek Chatterjee passes away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। দুটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। খড়কুটো (Khorkuto) এবং মোহর (Mohor) ধারাবাহিকে অভিনয় করছিলেন তিনি। বহু জনপ্রিয় ছবিতেও অভিনয় (Acting) করেছেন অভিষেক। তাঁর জনপ্রিয় ছবিগুলি হল, 'দহন', 'বাড়িওয়ালি', 'মধুর মিলন'। ১৯৬৪ সালের ৩০ এপ্রিল উত্তর কলকাতায় তার জন্ম হয়। বরানগর রামকৃষ্ণ মিশনে তার পড়াশুনা। অভিষেক চট্টোপাধ্যায় ছোট এবং বড় পর্দায় সমান ভাবেই জনপ্রিয় ছিলেন ভারতীয় বাংলা চলচ্চিত্রের (bengali cinema) একজন অভিনেতা হিসেবে । তিনি বাংলা চলচ্চিত্রের (film industry) এক সুদর্শন নায়ক। তার জীবনের প্রথম ছবি নন্দন দাশগুপ্তর “অপরাধী” হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি "পথভোলা"। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের 'পথভোলা' ছবি দিয়ে যাত্রা শুরু। অভিনেতার আকস্মিক প্রয়াণে শোকের ছায়া বিনোদন জগতে।