Asianet News BanglaAsianet News Bangla

'বিজয়া বৈঠক'‐এর আড্ডায় চাঁদের হাট

Oct 19, 2021, 1:35 PM IST

বিজয়া দশমী মানেই খাওয়াদাওয়া আর আড্ডা। বিজয়া দশমীতে জি বাংলার বিশেষ নিবেদন 'বিজয়া বৈঠক'। ২৪ অক্টোবর, রবিবার দুপুর ৩ টে থেকে থাকছে এই বিশেষ অনুষ্ঠান। জি বাংলার বিজয়া বৈঠকের সেটে এশিয়ানেট নিউজ বাংলা। নাচে‐গানে‐আড্ডায় জমজমাট 'বিজয়া বৈঠক'। তারকাদের আড্ডায়  জমজমাট জি বাংলা সংসারের বৈঠকি আড্ডা। সঞ্চালনায় থাকছেন ইশা এবং দিতিপ্রিয়া। এছাড়াও থাকছে জি বাংলার সমস্ত সিরিয়ালের তারকারা।
 

Video Top Stories