Asianet News Bangla

শিফনের শাড়ি আর ছিমছাম সাজ, সেক্সি ফিগারে উষ্ণতা ছড়াচ্ছেন দর্শনা

Jun 12, 2021, 9:33 PM IST

শুধু সুন্দর পোশাকই নয় সেই সঙ্গেই প্রয়োজন মানানসই সাজও। তেমনই সাজে হামেশাই দেখা যায় টলি সুন্দরী দর্শনা বণিককে। সাজের ব্যাপারে তিনি যে বেশ যত্নবান তা তাঁকে দেখলে বেশ বোঝা যায়। আরও একবার তেমনই অসাধারণ সাজে নজর কাড়ছেন দর্শনা। পরণে রয়েছে শিফনের শাড়ি আর তার সঙ্গে মাল্টি কালারের মানানসই ব্লাউজ। ছিমছাম সাজে অসাধারণ লাগছে দর্শনাকে। চোখের ইশারায় আর রূপের জাদুতে নজর কাড়ছেন দর্শনা। শাড়িতে বঙ্গললনা দর্শনা ঝড় তুললেন নেট দুনিয়ায়।