Asianet News BanglaAsianet News Bangla

কোলেপিঠে মানুষ করেছিলাম বুদ্ধদেবকে, কান্নাভেজে চোখে এখন যশোদা দেবী -র সামনে ভাসছে বুদ্ধদেবের ছেলেবেলার স্মৃতি

  • না ফেরার দেশে চলে গেলেন বুদ্ধদেব দাশগুপ্ত
  • পুরুলিয়ার আনাড়া রেলওয়ে কলোনিতে জন্ম তাঁর
  • সেখানে যশোদা দেওঘরিয়া তাঁকে কোলেপিঠে মানুষ করেছিলেন
  • কান্নাভেজে চোখে এখন তাঁর সামনে ভাসছে বুদ্ধদেবের ছেলেবেলার স্মৃতি
     
Jun 10, 2021, 9:20 PM IST

না ফেরার দেশে চলে গেলেন বুদ্ধদেব দাশগুপ্ত। পুরুলিয়ার আনাড়া রেলওয়ে কলোনিতে জন্ম তাঁর। রেলওয়ে কলোনিতে ছোটবেলা কাটে তাঁর। সেখানে যশোদা দেওঘরিয়া তাঁকে কোলেপিঠে মানুষ করেছিলেন। ছেলেবেলায় যশোদা দেবীকে কাকিমা বলে ডাকতেন বুদ্ধদেব দাশগুপ্ত। বড় হয়ে শুটিংয়ের কাজে পুরুলিয়ায় গিয়ে তাঁর বাড়িতেই উঠেছিলেন তিনি। কাকিমার সঙ্গে উঠনে বসে জমিয়ে গল্পও করেছিলেন বুদ্ধদেব। পরে শুটিং শেষে ফিরে গিয়েছিলেন কলকাতায়। তারপরে আর যশোদা দেবীর দেখা হয়নি বুদ্ধদেবের সঙ্গে। তাঁরই মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন যশোদা দেবী। কান্নাভেজে চোখে এখন তাঁর সামনে ভাসছে বুদ্ধদেবের ছেলেবেলার স্মৃতি। বুদ্ধদেব দাশগুপ্ত -র মৃত্যুতে শোকের ছায়া আনাড়া রেলওয়ে কলোনিতে।

Video Top Stories