Debchandrima -Rizwan Relation: বন্ধুত্ব নাকি প্রেম, দেবচন্দ্রিমা-রিজওয়ানের অফস্ক্রিন সম্পর্কের ছবি
আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় তাদের পর্দার বাইরের কেমিস্ট্রির কথা। কেউ বলেন তারা প্রেম করছেন, আবার কেউ বলেন তারা নাকি নিছকই বন্ধু। কথা হচ্ছে সাঁঝের বাতির চারু এবং আর্য অর্থাৎ রিজওয়ান এবং দেবচন্দ্রিমাকে নিয়ে। নানা মুনির নানা মত হলেও অসলে ২ জন মানুষই কিন্তু তাদের সম্পর্কটাকে নিছকই বন্ধুত্ব বলেই দাবি করেন।
আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় তাদের পর্দার বাইরের কেমিস্ট্রির কথা। কেউ বলেন তারা প্রেম করছেন, আবার কেউ বলেন তারা নাকি নিছকই বন্ধু। কথা হচ্ছে সাঁঝের বাতির চারু এবং আর্য অর্থাৎ রিজওয়ান এবং দেবচন্দ্রিমাকে নিয়ে। নানা মুনির নানা মত হলেও অসলে ২ জন মানুষই কিন্তু তাদের সম্পর্কটাকে নিছকই বন্ধুত্ব বলেই দাবি করেন। হামেশাই তাদের একসঙ্গে রিল বানাতে, নানা মজার মজার ভিডিও বানাতে দেখা যায়। আর এমনই একদিন এই ভিডিও বানানো নিয়েই লেগে গেল জোরদার অশান্তি। কী এই কথা শুনে নিশ্চয়ই কপালে ভাঁজ পড়ছে দেবচন্দ্রিমা রিজওয়ানের ভক্তদের। তবে এই ভিডিও নিছকই মজা করে বানিয়েছেন দু'জনে। তবে তাঁদের কেমিস্ট্রিটা ঠিক কী তার উত্তর দেবে সময়ই।