চিদানন্দ দাশগুপ্তর স্মরণে চলচ্চিত্র পুরস্কার, নতুন এই পথ চলা নিয়ে এডিটর সংবাদে মুখোমুখি অপর্ণা সেন

এডিটর সংবাদে মুখোমুখি অভিনেত্রী অপর্ণা সেন। এশিয়ানেট নিউজ নেটওয়ার্কের এডিটরদের মুখোমুখি অপর্ণা। এডিটরদের মধ্যে ছিলেন দেবজ্যোতি, এডিটর, এশিয়ানেট নিউজ বাংলা। ছিলেন বিপিন বিজয়ন, এডিটর, নিউজেবল। ছিলেন রিচা বড়ুয়া অধিকারী, এন্টারটেনমেন্ট এডিটর, নিউজেবল। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক চিদানন্দ দাশগুপ্তের ১০০ বছর পূর্তি। ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক আঙিনায় নিয়ে যাওয়ার অন্যতম কারিগর। চলচ্চিত্র সমালোচনার সঙ্গে সঙ্গে ভারতে ফিল্ম মুভেমন্ট সোসাইটিরও জনক তিনি। সত্যজিৎ রায় থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে কাজ করেছেন। তৈরি করেছেন একাধিক তথ্যচিত্র এবং সিনেমা। সেই চিদানন্দ দাশগুপ্ত স্মরণে এবার শুরু হচ্ছে চলচ্চিত্র পুরস্কার। যার জন্য তৈরি করা হয়েছে চিদানন্দ ট্রাস্টি। এই ট্রাস্টিতে রয়েছেন চিদানন্দ দাশগুপ্তের মেয়ে অপর্ণা সেন। এছাড়াও রয়েছে কঙ্কণা সেনশর্মা এবং অপর্ণার পারিবারিক বন্ধুরা। কীভাবে যাত্রা শুরু করছে চিদানন্দ দাশগুপ্ত চলচ্চিত্র পুরস্কার। সেই নিয়ে এডিটর সংবাদে মুখোমুখি অপর্ণা সেন।
 

/ Updated: Oct 09 2021, 03:12 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এডিটর সংবাদে মুখোমুখি অভিনেত্রী অপর্ণা সেন। এশিয়ানেট নিউজ নেটওয়ার্কের এডিটরদের মুখোমুখি অপর্ণা। এডিটরদের মধ্যে ছিলেন দেবজ্যোতি, এডিটর, এশিয়ানেট নিউজ বাংলা। ছিলেন বিপিন বিজয়ন, এডিটর, নিউজেবল। ছিলেন রিচা বড়ুয়া অধিকারী, এন্টারটেনমেন্ট এডিটর, নিউজেবল। আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক চিদানন্দ দাশগুপ্তের ১০০ বছর পূর্তি। ভারতীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক আঙিনায় নিয়ে যাওয়ার অন্যতম কারিগর। চলচ্চিত্র সমালোচনার সঙ্গে সঙ্গে ভারতে ফিল্ম মুভেমন্ট সোসাইটিরও জনক তিনি। সত্যজিৎ রায় থেকে শুরু করে একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের সঙ্গে কাজ করেছেন। তৈরি করেছেন একাধিক তথ্যচিত্র এবং সিনেমা। সেই চিদানন্দ দাশগুপ্ত স্মরণে এবার শুরু হচ্ছে চলচ্চিত্র পুরস্কার। যার জন্য তৈরি করা হয়েছে চিদানন্দ ট্রাস্টি। এই ট্রাস্টিতে রয়েছেন চিদানন্দ দাশগুপ্তের মেয়ে অপর্ণা সেন। এছাড়াও রয়েছে কঙ্কণা সেনশর্মা এবং অপর্ণার পারিবারিক বন্ধুরা। কীভাবে যাত্রা শুরু করছে চিদানন্দ দাশগুপ্ত চলচ্চিত্র পুরস্কার। সেই নিয়ে এডিটর সংবাদে মুখোমুখি অপর্ণা সেন।