Asianet News BanglaAsianet News Bangla

'খুব হইহই করেছি বিয়ে বাড়িতে', নিজেদেরই বিয়ের গল্প শোনাল প্রণয়-মধুরা

Sep 23, 2021, 11:05 PM IST

প্রণয় মধুরার বিয়ে নিয়ে নতুন সিরিজ 'গাঙ্গুলিস ওয়েড গুহস'। একেবারে নতুনত্ব গল্প নিয়ে ক্লিকের এই নতুন সিরিজ। জমজমাট বিয়ে বাড়ির গল্প নিয়েই এই সিরিজ। পরিচালক হিসাবে প্রথম কাজ এটা সমদর্শী দত্ত-র। পরিচালক সমদর্শী দত্ত জানালেন তাঁর অভিজ্ঞতার কথা। সিরিজটির মূল চরিত্রে রয়েছেন অমৃতা চট্টোপাধ্যায়। 'খুব হইহই করেছি বিয়ে বাড়িতে', জানালেন অমৃতা। এছাড়াও অরও অনেক চেনা মুখকেই দেখা যাবে এই সিরিজটিতে। প্রণয়-মধুরার বিয়েতে সবাই কতটা আনন্দ করল। জানালেন 'গাঙ্গুলিস ওয়েড গুহস' পরিবারের সদস্যরা।