তাঁর গানের জাদুতে আজও মুগ্ধ হয় বাঙালী, হারিয়ে গিয়েও বাঙালীর মনে চিরঅমর হয়ে থাকবেন হেমন্ত মুখোপাধ্যায়
- কবি সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরেই সঙ্গীত জগতে পা রাখেন হেমন্ত মুখোপাধ্যায়
- প্রথম জীবনে তিনি প্রখ্যাত গায়ক পঙ্কজ মল্লিককে অনুসরণ করতেন
- তৎকালীন সঙ্গীত মহলে পরিচিতি হয়েছিল 'ছোটো পঙ্কজ' নামে
- তাঁর গানের জাদুতে আজও মুগ্ধ হয় বাঙালী
ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে পড়াকালীন কবি সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে বন্ধুত্ব হেমন্ত মুখোপাধ্যায়। ১৯৩৫ সালে এই সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরেই সঙ্গীত জগতে পা রাখেন হেমন্ত মুখোপাধ্যায়। প্রথম জীবনে তিনি বাংলার প্রখ্যাত গায়ক পঙ্কজ মল্লিককে অনুসরণ করতেন। এই কারণে তৎকালীন সঙ্গীত মহলে তাঁর পরিচিতি হয়েছিল 'ছোটো পঙ্কজ' নামে। বাংলা ছবি 'নিমাই সন্ন্যাসে' তাঁর প্রথম গান গাওয়া। ১৯৪৭ সালে 'অভিযাত্রী' সিনেমার হাত ধরে শুরু সঙ্গীত পরিচালক হিসাবে তাঁর পথ চলা। শুধু বাংলায় নয় তাঁর সুরের জাদুতে মুগ্ধ হয়েছিল বলিউড মহলও। ১৯৫০ সালের অন্তিম পর্বে হেমন্ত-বেলা প্রোডাকশন্স নামে শুরু চলচ্চিত্র প্রযোজনা। তাঁর প্রযোজিত প্রথম চলচ্চিত্র ছিল মৃণাল সেন পরিচালিত 'নীল আকাশের নীচে'। জীবনে ফিল্মফেয়ার বেস্ট মিউজিক ডিরেক্টর অ্যাওয়ার্ডসহ বহু পুরস্কার লাভ করলেও পদ্মভূষণ ও পদ্মশ্রী পুরস্কার তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করেছিলেন।