রহস্যে ভরপুর কাহিনি নিয়ে জি বাংলায় শুরু নতুন ধারাবাহিক 'গৌরী এল'
রহস্যে ভরপুর কাহিনি নিয়ে জি বাংলায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 'গৌরী এল'। আর পাঁচটা মেয়েদের থেকে একটু আলাদা গৌরী। চঞ্চাল স্বভাবের গৌরী রোজ দাদুর সঙ্গে মন্দিরে যায়।
রহস্যে ভরপুর কাহিনি নিয়ে জি বাংলায় (Zee bangla) শুরু হয়েছে নতুন ধারাবাহিক (new Bengali serial)। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে 'গৌরী এল'। আর পাঁচটা মেয়েদের থেকে একটু আলাদা গৌরী। চঞ্চল স্বভাবের গৌরী রোজ দাদুর সঙ্গে মন্দিরে যায়। তার গলার শ্যামা সঙ্গীত মন ছুঁয়ে যায় সকলের। গ্রামের সবাই তাকে এক ডাকে চেনে। অন্য়দিকে মুখোপাধ্যায় বাড়ির ছেলে ঈশান। মুখোপাধ্যায় বাড়ি পরিচিত তাদের পারিবারিক গ্রহ-রত্নের ব্যবসার জন্য। আর তাদের বাড়িতেই প্রতিষ্ঠিত ঘোমটাকালির মন্দির। জনশ্রুতি আছে যেদিন মা পার্বতী এবং মহাদেবের অংশের মিলন হবে সেদিন মায়ের মুখের ঘোমটা সরে যাবে। ঘটনাক্রমে একদিন কাছাকাছি আসে ঈশান এবং গৌরী (Gouri elo)। আর তারা কাছে আসতেই ঘটে এক অলৌকিক ঘটনা। ঈশান এবং গৌরী কাছাকাছি আসতেই সরে যায় মায়ের ঘোমটা। তবে কি তারাই পার্বতী এবং মহাদেবের অংশ, এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আৎ সেই উত্তর মিলবে এই ধারাবাহিকেই।