সন্তানের সঙ্গে কেমন সময় কাটাচ্ছেন নুসরত, সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন অভিনেত্রী

মা হওয়ার পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন তারকা সাংসদ নুসরত জাহান। বুধবার একটি স্যালোঁর উদ্বোধন গিয়েছিলেন নুসরত। সেখানে গিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি জানান তাঁর মাদারহুড কেমন কাটছে। মাদারহুড যে তিনি চুটিয়ে এনজয় করছেন, তা তাঁর কথায় বেশ বোঝা গেল। ছেলে ইশানকে স্তন্যপান করাচ্ছেন নুসরত, ডায়েটের কথা আপাতত তিনি যে ভাবছেন না, সে কথা সাফ জানিয়েদিলেন অভিনেত্রী। পাশাপাশি তাঁর সন্তানের বাবা কে এই প্রশ্ন উঠলে সপাটে জবাব দেন নুসরত, জানান সন্তানের বাবা কে তা সন্তানের বাবাই জানেন। সন্তানের জন্য এখন রাত জাগতে হচ্ছে তাঁকে, সেই কথাও জানান নুসরত।
 

/ Updated: Sep 09 2021, 02:10 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মা হওয়ার পর এই প্রথম সাংবাদিকদের মুখোমুখি হলেন তারকা সাংসদ নুসরত জাহান। বুধবার একটি স্যালোঁর উদ্বোধন গিয়েছিলেন নুসরত। সেখানে গিয়েই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে তিনি জানান তাঁর মাদারহুড কেমন কাটছে। মাদারহুড যে তিনি চুটিয়ে এনজয় করছেন, তা তাঁর কথায় বেশ বোঝা গেল। ছেলে ইশানকে স্তন্যপান করাচ্ছেন নুসরত, ডায়েটের কথা আপাতত তিনি যে ভাবছেন না, সে কথা সাফ জানিয়েদিলেন অভিনেত্রী। পাশাপাশি তাঁর সন্তানের বাবা কে এই প্রশ্ন উঠলে সপাটে জবাব দেন নুসরত, জানান সন্তানের বাবা কে তা সন্তানের বাবাই জানেন। সন্তানের জন্য এখন রাত জাগতে হচ্ছে তাঁকে, সেই কথাও জানান নুসরত।