Asianet News BanglaAsianet News Bangla

পাহাড়ে ঘুরতে গিয়ে বরফ নিয়ে খেলছেন অভিনেতা পরমব্রত, এক নজরে দেখে নিন ভিডিও

Nov 24, 2020, 8:11 PM IST
  • facebook-logo
  • twitter-logo
  • whatsapp-logo

পাহাড়ে সময় কাটাচ্ছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সেখানে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি শেয়ার করছেন তিনি। সেখানে যে তাঁর বেশ মজাতেই সময় কাটছে তা আর বলার অপেক্ষা রাখানে। পাহাড়ের ঠান্ডায় কখনও কাঁপতে দেখা যাচ্ছে তাঁকে। কখনও আবর চারপাশে বরফ আর তার মাঝখানে তিনি বরফ নিয়ে খেলছেন। তাঁর ছবির ক্যাপশানে দেওয়া 'বরফে বাঙালি'।  অধিকাংশ বাঙালি বরফ প্রিয়। আর এই বাঙালি অভিনেতাও যে বরফের দেশে গিয়ে যে আনন্দে মেতেছেন তা বেশ বোঝা যাচ্ছে। 

Video Top Stories