Asianet News BanglaAsianet News Bangla

বাঙালি বিয়ে নিয়ে নতুন সিরিজ, প্রিমিয়ারে এক সঙ্গে 'গাঙ্গুলিস ওয়েড গুহস' পরিবার

Sep 22, 2021, 10:33 PM IST

ওয়েব দুনিয়ায় মুক্তি পেল নতুন সিরিজ 'গাঙ্গুলিস ওয়েড গুহস'। বাঙালি বিয়ে নিয়ে ক্লিকে থাকছে এই নতুন সিরিজ। ৭ টি পর্বের এই সিরিজে রয়েছে জমজমাট বিয়েবাড়ির গল্প। সমদর্শী দত্ত পরিচালিত এই সিরিজ একেবারে নতুনত্বে ভরপুর। এই সিরিজেরই প্রিমিয়ারে এক সঙ্গে 'গাঙ্গুলিস ওয়েড গুহস' পরিবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট জনেরাই। উপস্থিত ছিলেন ক্লিক-এর প্রযোজক এবং কর্ণধার আকাশ  তাতিয়া, নীরাজ তাতিয়া, বিকাশ তাতিয়া এবং সিদ্ধার্থ তাতিয়াও।