Shaoli Mitra passes away: শেষ হল জীবনের সব 'যুক্তি তক্কো আর গপ্পো', ফিরে দেখা শাঁওলি মিত্র
প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। ১৬ জানুয়ারি, রবিবার শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি। ১৯৪৮ সালে জন্ম হয় শাঁওলি মিত্র-র। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী অনাড়ম্বরভাবেই হয় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
প্রয়াত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। ১৬ জানুয়ারি, রবিবার শেষ নিশ্বাস ত্য়াগ করেন তিনি। ১৯৪৮ সালে জন্ম হয় শাঁওলি মিত্র-র। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর শেষ ইচ্ছে অনুযায়ী অনাড়ম্বরভাবেই হয় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। প্রয়াত নাট্যব্যক্তিত্ব শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা ছিলেন শাঁওলি মিত্র। ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে অভিনয় করেন তিনি, এছাড়াও একাধিক নাটকে অভিনয় করেন তিনি। ‘হযবরল’, ‘ডাকঘর’, ‘পুতুলখেলা’, ‘পাখি’, ‘গ্যালিলিওর জীবন’-এর মতো একাধিক নাটকে অভিনয় করেন। ২০০৩ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান শাঁওলি মিত্র। বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে, হাসপাতালে যাওয়া বা চিকিৎসা পরিষেবা নেওয়ার বিষয়ে তাঁর তীব্র অনিহা ছিল। এমনকী মৃত্যুর পর, তাঁর মরদেহ যাতে প্রকাশ্যে না আনা হয়, সেই বিষয়েও একটি ইচ্ছাপত্র লিখে গিয়েছিলেন বাংলার আধুনিক যুগের অন্যমত শক্তিশালী নাট্য ব্যক্তিত্ব। এদিন দুপুর ৩টে বেজে ৪০ মিনিটে বেহালার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কলকাতার সিরিটি শ্মশানে অনাড়ম্বরভাবে শেষকৃত্য সম্পন্ন করা হয়।