চলে গেলেন মথুর, গভীর অসুস্থ জগদম্বা, কোন পথে রানি রাসমণি উত্তরপর্ব

রাসমণির মৃত্যুর পর এখন শুধুই এক শূন্যতা বিরাজ করছে রাজপরিবারে। এই শূন্যতাকে যেন ভরাট করার দায়িত্ব নিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ। একদিন মন্দিরে ফল চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় ইন্দুমতি। ঠাকুরের ইন্দুমতিকে দেখায় পছন্দ। সকলের সামনেই বলে ফেলেছেন এ যেন সাক্ষাৎ মা। এই ইন্দুমতি এখন রানি রাসমণির নাত-বউ হয়ে আসবেন। কিন্তু তার আগে মহা বিভ্রাট। বেজায় অসুস্থ মা জগদম্বা। ঠাকুর মা-এর চরণের ফুল নিয়ে সমানে জপ করে জগদম্বার মাথায় ঠেকিয়ে চলেছেন। বলতে গেলে এভাবেই এখন জোর কদমে এগিয়ে চলেছে রানি রাসমণির উত্তরপর্বের কাহিনি। শ্যুটিং ফ্লোরে আচমকাই মুখোমুখি জগদম্বা মানে রিয়াল লাইফের রোশনি ভট্টাচার্য। এদিকে, জগদম্বার সুস্থতা কামনায় মা ভবতারিণীর দ্বারস্থ ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ। মা-এর কাছে সমস্ত পা-এর অসুখ নিজের শরীরে নিয়ে নেওয়ার কাতর আর্জি জানান তিনি। সত্যি সত্যি কি ভবতারিণী শুনবেন ঠাকুরের কথা। এতকিছু জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। ভালো থাকবেন। বাংলা টেলি সিরিয়ালের এমন সব খবর সম্পর্কে জানতে ক্লিক করুন আমাদের বাকি ভিডিও স্টোরিতে। ভালো থাকবেন। ধন্যবাদ।

/ Updated: Aug 21 2021, 10:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাসমণির মৃত্যুর পর এখন শুধুই এক শূন্যতা বিরাজ করছে রাজপরিবারে। এই শূন্যতাকে যেন ভরাট করার দায়িত্ব নিয়েছেন ঠাকুর রামকৃষ্ণ। একদিন মন্দিরে ফল চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় ইন্দুমতি। ঠাকুরের ইন্দুমতিকে দেখায় পছন্দ। সকলের সামনেই বলে ফেলেছেন এ যেন সাক্ষাৎ মা। এই ইন্দুমতি এখন রানি রাসমণির নাত-বউ হয়ে আসবেন। কিন্তু তার আগে মহা বিভ্রাট। বেজায় অসুস্থ মা জগদম্বা। ঠাকুর মা-এর চরণের ফুল নিয়ে সমানে জপ করে জগদম্বার মাথায় ঠেকিয়ে চলেছেন। বলতে গেলে এভাবেই এখন জোর কদমে এগিয়ে চলেছে রানি রাসমণির উত্তরপর্বের কাহিনি। শ্যুটিং ফ্লোরে আচমকাই মুখোমুখি জগদম্বা মানে রিয়াল লাইফের রোশনি ভট্টাচার্য। এদিকে, জগদম্বার সুস্থতা কামনায় মা ভবতারিণীর দ্বারস্থ ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণ। মা-এর কাছে সমস্ত পা-এর অসুখ নিজের শরীরে নিয়ে নেওয়ার কাতর আর্জি জানান তিনি। সত্যি সত্যি কি ভবতারিণী শুনবেন ঠাকুরের কথা। এতকিছু জানতে হলে চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। ভালো থাকবেন। বাংলা টেলি সিরিয়ালের এমন সব খবর সম্পর্কে জানতে ক্লিক করুন আমাদের বাকি ভিডিও স্টোরিতে। ভালো থাকবেন। ধন্যবাদ।