করোনায় কাজ নেই, অভিনয় ছেড়ে টলি পাড়ার এই অভিনেতার পেশা এখন মাছ বিক্রি
- করোনার প্রভাব পড়েছে টলিপাড়ায়
- করোনার জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ
- এই করোনার কারণেই অভিনয় ছাড়তে হয় অরিন্দম প্রামাণিককে
- মাছের ব্যবসা করেই এখন সংসারের হাল ধরেছেন অরিন্দম
করোনার প্রভাব পড়েছে টলিপাড়ায়। করোনার জেরে কাজ হারিয়েছেন বহু মানুষ। এই করোনার কারণেই অভিনয় ছাড়তে হয় অরিন্দম প্রামাণিককে। টলি পাড়ার পরিচিত মুখগুলির মধ্যেই অরিন্দম একজন। রাশি, অগ্নিপরীক্ষা -র মত বহু ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। অভিনয় ছেড়ে মাছের ব্যবসাই এখন তাঁর পেশা। মাছের ব্যবসা করেই সংসারের হাল ধরেছেন অরিন্দম। পূর্ব বর্ধমানের মেমারির সোমেশ্বরতলার বাসিন্দা অরিন্দম। এখন তিনি সেখানকার বহু মানুষের অনুপ্রেরণা।