Mandaar: 'মন্দার'-এর হাত ধরে জীবনের নতুন ইনিংস শুরু করলেন টলি হার্টথ্রব অনির্বাণ ভট্টাচার্য

গত কয়েক বছর ধরে ডিজিটাল টেকনোলজি এবং ইন্টারনেটের হাত ধরে ঘরে বসেই বিনোদনের সুযোগ তৈরি করেছে ওটিটি। আর এই ওটিটি প্ল্যাটফর্মের অডিও-ভিসুয়াল কনটেন্টের অন্যতম মজা ওয়েব সিরিজ। কিন্তু ওয়েব সিরিজের (Web series) গুণমান নিয়ে এখন প্রশ্ন উঠেছে বিশ্ব জুড়ে। অনেক অভিনেতাও অভিযোগ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্টের অভাব রয়েছে। এমন অভিযোগে ওয়েব সিরিজ করবেন না বলেও ঘোষণাও করেছিলেন নওয়াজ সিদ্দিকি। বাংলায় যদিও ওয়েব সিরিজের চল খুব পুরনো নয় মেরে কেটে বছর চারেক এর একটা সিরিয়াস গোড়াপত্তন হয়েছে। 'মন্দার' (Mandaar) মূলত অতন্ত্য ড্রামাটিক এবং লার্জার দ্যান লাইফ ইমেজের ঘেরাটোপে তৈরি হয়েছে। অনির্বাণ ও সোহিনী ছাড়া সেভাবে নামী অভিনেতা-অভিনেত্রীর ভিড় নেই। কিন্তু চিত্রনাট্য, সংলাপ, ঘটনাপ্রবাহের এক্সোপিজশন ও ক্লাইমেক্স মন্দারকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বলেই অনেকের মত। এখন দেখার পরিচালক অনির্বাণের জাদু কাজ করার। 

/ Updated: Nov 10 2021, 04:45 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত কয়েক বছর ধরে ডিজিটাল টেকনোলজি এবং ইন্টারনেটের হাত ধরে ঘরে বসেই বিনোদনের সুযোগ তৈরি করেছে ওটিটি। আর এই ওটিটি প্ল্যাটফর্মের অডিও-ভিসুয়াল কনটেন্টের অন্যতম মজা ওয়েব সিরিজ। কিন্তু ওয়েব সিরিজের (Web series) গুণমান নিয়ে এখন প্রশ্ন উঠেছে বিশ্ব জুড়ে। অনেক অভিনেতাও অভিযোগ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে কনটেন্টের অভাব রয়েছে। এমন অভিযোগে ওয়েব সিরিজ করবেন না বলেও ঘোষণাও করেছিলেন নওয়াজ সিদ্দিকি। বাংলায় যদিও ওয়েব সিরিজের চল খুব পুরনো নয় মেরে কেটে বছর চারেক এর একটা সিরিয়াস গোড়াপত্তন হয়েছে। 'মন্দার' (Mandaar) মূলত অতন্ত্য ড্রামাটিক এবং লার্জার দ্যান লাইফ ইমেজের ঘেরাটোপে তৈরি হয়েছে। অনির্বাণ ও সোহিনী ছাড়া সেভাবে নামী অভিনেতা-অভিনেত্রীর ভিড় নেই। কিন্তু চিত্রনাট্য, সংলাপ, ঘটনাপ্রবাহের এক্সোপিজশন ও ক্লাইমেক্স মন্দারকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে বলেই অনেকের মত। এখন দেখার পরিচালক অনির্বাণের জাদু কাজ করার।