Asianet News BanglaAsianet News Bangla

নেট দুনিয়ায় এখন পপুলার রাজশ্রী পুত্র ইউভান, রাজ ঘরণী শেয়ার করলেন ছেলের ভিডিও

Jul 20, 2021, 6:18 PM IST

নেট দুনিয়ায় এখন রীতিমত পপুলার রাজশ্রী পুত্র ইউভান। কখনও বাবার আদর তো কখনও মায়ের। বাড়ির মধ্যমণি এখন রাজশ্রী পুত্র ইউভান। তাকে নিয়েই মেতে থাকেন বাড়ির সকলে। সোশ্যাল মিডিয়ায় ছেলের ভিডিও শেয়ার শুভশ্রীর। শুধু শুভশ্রী নয় ছেলেকে নিয়ে মেতে থাকেন রাজও। বাড়ির খুদে সদস্য -র সঙ্গে খেলা মজেছে তাদের পোষ্যটিও। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই উঠে সেই সব ভিডিও।

Video Top Stories