Shreemoyee: আড্ডা জমালেন শ্রীময়ী ধারাবাহিকের দুই শত্রু রোহিত-জুন
একেবারেই শেষের পথে শ্রীময়ী। মারণ রোগ থেকে রোহিত সেনকে বাঁচাতে পারলেন না শ্রীময়ী। অনুরাগীরা শেষ পর্যন্ত আশা রেখেছিলেন হয়ত এইবারও অসাধ্য সাধন করতে পারবেন শ্রীময়ী। কিন্তু তেমনটা আর হল না।মৃত্যুর মত কঠোর সত্যির কাছে হার মানতেই হল রোহিত সেনকে।
একেবারেই শেষের পথে শ্রীময়ী। মারণ রোগ থেকে রোহিত সেনকে বাঁচাতে পারলেন না শ্রীময়ী। অনুরাগীরা শেষ পর্যন্ত আশা রেখেছিলেন হয়ত এইবারও অসাধ্য সাধন করতে পারবেন শ্রীময়ী। কিন্তু তেমনটা আর হল না।মৃত্যুর মত কঠোর সত্যির কাছে হার মানতেই হল রোহিত সেনকে। স্বভাবতই বেশ মনখারাপ শ্রীময়ী ভক্তদের। শোনা চলতি মাসের ১৯ তারিখ শেষ সম্প্রচার হবে ধারাবাহিকের। তবে এই আগামী কয়েকদিনে কী হতে চেলেছে শ্রীময়ীর। রোহিতের শেষ ইচ্ছা পূরন করতে কি আদৌ এগিয়ে আসবে অনিন্দ্য না কী সেখানেও বাঁধ সাধবে জুন। কী হবে জুন গুহর আগামী দিনের গতীবিধি, এই রকম নানা প্রশ্ন উঠে আসছে দর্শকদের মনে। পর্দার ওপরের ক্লাইমেক্স যখন তুঙ্গে, ঠিক সেই সময়, ধারাবাহিকের কলা কুশলিদের নানা মূহুর্তেকর ছবি ভিডিও শেয়ার করতে দেখা যাচ্ছে তাদের সোশ্যাল মিডিয়া। কখনও পরম সুন্দরী গানে নাচতে দেখা যায় অভিনেত্রী, ইন্দ্রানী হালদারকে। আবার কথনও শেষবেলার ছবি শেয়ার করছেন অভিনেত্রী ঐশী। এরই মাঝে সামনে এল পর্দার দুই চীর শত্রু অর্থাত জুন আন্টি আর রোহিত সেনের পর্দার পিছনের এক ছক ভাঙা আড্ডার ভিডিও। যাতে রোহিত সেনকে দেখা ।যাচ্ছে জুনের প্রশংসা করতে। আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী উষসী নিজেই।