ডার্বি জিততে মরিয়া সবুজ-মেরুন, তিন বছর পর জ্বলবে কি মশাল!
২০১৯-এর জানুয়ারি শেষবার কলকাতা ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। তারপর থেকে আর ডার্বিতে মশাল জ্বলেনি। আইএসএল-এ তো অবস্থা আরও করুণ। পরপর চারবার ডার্বি জিতেছে এটিকে মোহনবাগান। এই চারটি ম্যাচই হয়েছে গোয়ার দর্শকশূন্য স্টেডিয়ামে। শনিবার দর্শকে ভরা মাঠে কি ফের জয় পাবে সবুজ-মেরুন শিবির? বাগানের কোচ হুয়ান ফেরান্দো ও সিনিয়র ফুটবলার প্রীতম কোটাল আশাবাদী। কোচ যেমন বলছেন, তিনি প্রতিপক্ষের বদলে নিজের দলকে নিয়েই ভাবছেন। প্রীতম আবার ইস্টবেঙ্গলকে গুরুত্বই দিচ্ছেন না। তিনি বরং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে ডার্বি জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। ইস্টবেঙ্গলের চেয়ে এটিকে মোহনবাগানের দল অনেক শক্তিশালী। বেশিরভাগ ফুটবলারই গত কয়েক মরসুম ধরে একসঙ্গে খেলছেন। ফলে দলে যেমন সংহতি, বোঝাপড়া আছে, তেমনই অভিজ্ঞতাতেও প্রীতম, শুভাশিস বসু, লিস্টন কোলাসোরা এগিয়ে। ফলে এবারও এটিকে মোহনবাগান কলকাতা ডার্বি জিততেই পারে। সবুজ-মেরুন জনতা আত্মবিশ্বাসী। তাঁরা প্রতিপক্ষের উদ্দেশ্যে স্লোগান দিতে শুরু করেছেন, “যতবার ডার্বি, ততবার হারবি।”
২০১৯-এর জানুয়ারি শেষবার কলকাতা ডার্বি জিতেছিল ইস্টবেঙ্গল। তারপর থেকে আর ডার্বিতে মশাল জ্বলেনি। আইএসএল-এ তো অবস্থা আরও করুণ। পরপর চারবার ডার্বি জিতেছে এটিকে মোহনবাগান। এই চারটি ম্যাচই হয়েছে গোয়ার দর্শকশূন্য স্টেডিয়ামে। শনিবার দর্শকে ভরা মাঠে কি ফের জয় পাবে সবুজ-মেরুন শিবির? বাগানের কোচ হুয়ান ফেরান্দো ও সিনিয়র ফুটবলার প্রীতম কোটাল আশাবাদী। কোচ যেমন বলছেন, তিনি প্রতিপক্ষের বদলে নিজের দলকে নিয়েই ভাবছেন। প্রীতম আবার ইস্টবেঙ্গলকে গুরুত্বই দিচ্ছেন না। তিনি বরং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সামনে ডার্বি জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। ইস্টবেঙ্গলের চেয়ে এটিকে মোহনবাগানের দল অনেক শক্তিশালী। বেশিরভাগ ফুটবলারই গত কয়েক মরসুম ধরে একসঙ্গে খেলছেন। ফলে দলে যেমন সংহতি, বোঝাপড়া আছে, তেমনই অভিজ্ঞতাতেও প্রীতম, শুভাশিস বসু, লিস্টন কোলাসোরা এগিয়ে। ফলে এবারও এটিকে মোহনবাগান কলকাতা ডার্বি জিততেই পারে। সবুজ-মেরুন জনতা আত্মবিশ্বাসী। তাঁরা প্রতিপক্ষের উদ্দেশ্যে স্লোগান দিতে শুরু করেছেন, “যতবার ডার্বি, ততবার হারবি।”