Asianet News BanglaAsianet News Bangla

নেইমার বনাম মেসি, পুরনো রেকর্ডের নিরিখে কে এগিয়ে, জেনে নিন

Jul 10, 2021, 8:05 PM IST

মুখোমুখি দুই হেভিওয়েট। আরও একবার মুখোমুখি লড়াইয়ে নামছে মেসি বনাম নেইমার। মেসি-নেইমারের দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। এক নজরে দেখে নেওয়া যাক দুই দলের পুরনো রেকর্ড। জাতীয় দলের হয়ে বেশ কয়েকবার মুখোমুখি হয়েছেন মেসি-নেইমার। প্রথম দেখা ২০১০ সালে একটি প্রীতি ম্যাচে। সেই ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ২০১২ সালে আবারো মুখোমুখি হয় দুই দল। সেবারও মেসির জাদুতে জয় পায় আর্জেন্টিনা। এর ২ বছর পর আবারো মুখোমুখি হয় মেসি-নেইমার। তবে সেবার জয় পায় নেইমারের দল ব্রাজিল। মেসির বিপক্ষে নেইমারের ১ম জয়। দু’জনের সবশেষ দেখা হয় ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। সেবার বড় জয় পায় ব্রাজিল। ৫ বছর পর আবারো মুখোমুখি মেসি-নেইমার। আন্তর্জাতিক ফুটবলে বর্তমানে মেসির গোল সংখ্যা ৭৬। অন্যদিকে ৬৮টি আন্তর্জাতিক গোল করে ফেলেছেন নেইমার। চলতি কোপা আমেরিকায় চারটি গোল করেছেন মেসি। অন্যদিকে নেইমার গোল করেছেন মোট দুটি। সেই দিক থেকে মেসি এগিয়ে রয়েছে নেইমারের থেকে। মেসি-নেইমারের ম্যাচের রেকর্ড কতটা বদলায় সেটাই এখন দেখার।