কলকাতায় মুখোমুখি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান, ম্যাচের আগে কতটা আত্মবিশ্বাসী লাল-হলুদ শিবির?

২০১৯-এর ২৭ জানুয়ারি আই লিগের ফিরতি ডার্বিতে হাইমে স্যান্টোস কোলাডো ও জবি জাস্টিনের গোলে মোহনবাগানকে ২-০ উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তারপর গড়ের মাঠে অনেক বদল এসেছে, কিন্তু আর ডার্বি জয় করতে পারেনি লাল-হলুদ শিবির। ২০১৯-২০ মরসুমের আই লিগের প্রথম পর্বের ডার্বিতে ২-১ গোলে জয় পায় মোহনবাগান। করোনা আবহে ফিরতি ডার্বি আর হয়নি। তারপর থেকে এখনও পর্যন্ত ৫টি ডার্বি হয়েছে এবং সবক'টিই জিতেছে এটিকে মোহনবাগান। এবার ইস্টবেঙ্গল কি পালতোলা নৌকার দৌড় থামাতে পারবে? শনিবার যুবভারতীতে কি জ্বলবে মশাল? লাল-হলুদ কোচ স্টিফেন কনস্টানটাই কিন্তু আত্মবিশ্বাসী।

/ Updated: Oct 28 2022, 05:33 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

২০১৯-এর ২৭ জানুয়ারি আই লিগের ফিরতি ডার্বিতে হাইমে স্যান্টোস কোলাডো ও জবি জাস্টিনের গোলে মোহনবাগানকে ২-০ উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। তারপর গড়ের মাঠে অনেক বদল এসেছে, কিন্তু আর ডার্বি জয় করতে পারেনি লাল-হলুদ শিবির। ২০১৯-২০ মরসুমের আই লিগের প্রথম পর্বের ডার্বিতে ২-১ গোলে জয় পায় মোহনবাগান। করোনা আবহে ফিরতি ডার্বি আর হয়নি। তারপর থেকে এখনও পর্যন্ত ৫টি ডার্বি হয়েছে এবং সবক'টিই জিতেছে এটিকে মোহনবাগান। এবার ইস্টবেঙ্গল কি পালতোলা নৌকার দৌড় থামাতে পারবে? শনিবার যুবভারতীতে কি জ্বলবে মশাল? লাল-হলুদ কোচ স্টিফেন কনস্টানটাই কিন্তু আত্মবিশ্বাসী।