কাশ্মীরের ফুটবল দলে বঙ্গ সন্তান, দায়িত্ব পালন করবেন সহকারী কোচের
Nov 27, 2020, 4:17 PM IST
রিয়েল কাশ্মীর ফুটবল দলে বাংলার ছেলে। সহকারী কোচ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। নদিয়ার গয়েশপুরের বাসিন্দা সুমন দত্ত। আগামি ৩০ তারিখ থেকে তিনি কাজ শুরু করতে চলেছেন। আই লিগ ও আইএফএ লিগের দায়িত্বে দায়িত্বে থাকছেন তিনি। প্রসঙ্গত, গত মরসুমে রিয়েল কাশ্মীর দলের হয়ে খেলে ছিলেন সুমন বাবু। আর তখন থেকেই কোচ ডেভিড রবার্টসনের সংস্পর্শে আসেন তিনি। এবছর আই লীগ ও আইএফএ লিগে রিয়েল কাশ্মীরের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই নদিয়াবাসী। তাঁর এই কাজে গর্বিত তাঁর পরিবার পরিজন।