গর্বের মোহনবাগান দিবসে আলোয় সাজল সবুজ মেরুন শিবির
১৯১১ সালের ২৯ জুলাই, ব্রিটিশ ফুটবল দলকে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। সেই জয়েরই ১১০ বছর পূর্ণ হল এবছর। এই বিশেষ দিনটাই উদযাপনে মেতেছে সবুজ-মেরুন শিবির। এবার মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মান পেলেন প্রয়াত গোলকিপার শিবাজি বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই সম্মান। গর্বের মোহনবাগান দিবসে আলোয় সাজেছে সবুজ মেরুন শিবির।
১৯১১ সালের ২৯ জুলাই, ব্রিটিশ ফুটবল দলকে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান। সেই জয়েরই ১১০ বছর পূর্ণ হল এবছর। এই বিশেষ দিনটাই উদযাপনে মেতেছে সবুজ-মেরুন শিবির। এবার মরণোত্তর মোহনবাগান রত্ন সম্মান পেলেন প্রয়াত গোলকিপার শিবাজি বন্দ্যোপাধ্যায়। তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয় এই সম্মান। গর্বের মোহনবাগান দিবসে আলোয় সাজেছে সবুজ মেরুন শিবির।