মারাদোনার 'হ্যান্ড অফ গড' গোলটি আজও বিশ্ব বিখ্যাত, ফুটবলের রাজপুত্রের প্রয়াণে শোকের ছায়া ক্রীড়া জগতে

  • প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা
  • তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবলজগৎ
  • মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর
  • এক নজরে দেখে নিন ফুটবল জীবনের অজানা তথ্য
     

/ Updated: Nov 26 2020, 12:32 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রয়াত ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাদোনা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ফুটবলজগৎ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। ১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার লানুস শহরে জন্ম। তাঁর ছোট দুই ভাই রয়েছে তাঁরাও পেশায় ফুটবলার। মাত্র ১২ বছর বয়সে তাঁর ফুটবলের যাত্রা শুরু। ১৯৭৬ সালের ২০ অক্টোবর, তখন মাত্র ১৬ বছর বয়স তাঁর। সেই বছরই আর্জেন্টিনা জুনিয়ার্সের হয়ে তিনি খেলেন। ১৯৮১ সাল পর্যন্ত তিনি এই দলের সঙ্গেই খেলেন। মোট ১৬৭ টি খেলায় ১১৫ টি গোল করেন তিনি। ১৯৮২ সালে প্রথম লিগ চ্যামপিয়নশিপ জেতেন। সেই বছরই বার্সেলোনায় যোগ দেন তিনি। এর পর তিনি ১৯৮৪ সালে নেপোলিতে যোগ দেন। নোপোলিতে থাকাকালীন সময়েই ড্রাগ টেস্টে ধরা পড়েন তিনি। সেই সময় ১৫ মাসের নিষেধাঞ্জা ছিল তাঁর। এর পর নেপোলিতে খেলা ছেড়ে দেন তিনি। এরপরেই আন্তর্জাতিক ফুটবলে তাঁর খেলা শুরু হয়। টানা ৪টি বিশ্বকাপে অংশগ্রহণ করেন তিনি। এর পরে তাঁর একের পর এক দুর্দান্ত খেলা। তাঁর 'হ্যান্ড অফ গড' গোলটি আজও বিশ্ব বিখ্যাত। ২০০৬ সালের ২৬ অগাস্ট তিনি বোকা জুনিয়ার্সে তাঁর পদটি ছেড়ে দেন। এর পর তিনি কখনও হয়েছেন আর্জেন্টিনার কোচ। আবার কখনও আর্জেন্টিনার অধিনায়কের দায়িত্বে তাঁকে দেখা গিয়েছে। তাঁর খেলার জন্য তিনি পেয়েছেন একাধিক পুরোষ্কারও। এহেন খেলোয়াড়ের প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়া জগৎ।