ইউরো নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, এক নজরে আজকের ম্যাচ প্রিভিউ

  • ১১ জুন থেকে শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ 
  • সেই দিকেই তাকিয়ে এখন ফুটবল প্রেমীরা
  • মোট দুটি ম্যাচ রয়েছে আজকে
  • এক নজরে আজকের ম্যাচ প্রিভিউ

/ Updated: Jun 22 2021, 04:18 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গ্রুপ পর্বের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছে ইউরোর লড়াই। ইতিমধ্যেই শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে ইতালি, ওয়েলস, নেদারল্যান্ডস-এর মত দলগুলি। আজ গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ খেলতে নামছে চারটি দল। ক্রোয়েশিয়া বনাম স্কটল্যান্ড, এবং ইংল্যান্ড বনাম চেক রিপাবলিক। গ্রুপ- ডি -এর এই লড়াইয়ে কোন দুই দল জায়গা পায় শেষ ষোলোয়, সকলের নজর সেদিকেই। দুটি ম্যাচ খেলার পরে স্কটল্যান্ড এবং ক্রোয়েশিয়া দু'দলই একটি করে পয়েন্ট পেয়েছে। অন্যদিকে ইংল্যান্ড ও চেক রিপাবলিক দু'দলেরই পয়েন্ট  ৪ করে। বলা বাহুল্য,শেষ ম্যাচ ড্র হলেও এই দুই দল নিশ্চিতভাবে শেষ ষোলোয় স্থান পেয়ে যাবে। অন্যদিকে ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ডকে পরবর্তী পর্যায়ে পৌঁছাতে হলে শেষ ম্যাচ জিততে তো হবেই, উপরন্তু বড় ব্যবধানের গোল সংখ্যায় জিততে হবে। কাজেই রাস্তাটা কার্যত কঠিন। নিজেদের উজাড় করে দিয়ে ২০১৮-র বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল লুকা মডরিচ-এর ক্রোয়েশিয়া। আজও তারা কোনও অঘটন ঘটাতে পারে কী না, নজর থাকবে সেদিকেই।