পর্তুগাল বনাম ফ্রান্স, 'গ্রুপ অফ ডেথ'-এ আজ মহারণ, নজরে আজকের ম্যাচ প্রিভিউ
- ১১ জুন থেকে শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ
- সেই দিকেই তাকিয়ে এখন ফুটবল প্রেমীরা
- মোট দুটি ম্যাচ রয়েছে আজকে
- এক নজরে আজকের ম্যাচ প্রিভিউ
ইউরোয় আজ গ্রুপ অফ ডেথ-এর লড়াই। হাঙ্গেরি বনাম জার্মানি, ফ্রান্স বনাম পর্তুগাল। আজকের খেলাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছে প্রতিটি ফুটবলপ্রেমীর ঘরে। চারটি দলের মধ্যে হাঙ্গেরির আশা কার্যত শেষ। শেষ ষোলোয় যেতে হলে শেষ ম্যাচ তাদের জিততে তো হবেই, উপরন্তু তিন-চার গোলের ব্যবধানে হারাতে হবে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে। তেমন অঘটন ঘটা কার্যত অসম্ভব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে জার্মানি শেষ ম্যাচ জিতলেই শেষ ষোলোয় স্থান পাকা। অন্যদিকে যে ম্যাচকে ঘিরে সকলের নজর থাকবে, তা ফ্রান্স বনাম পর্তুগাল। রোনাল্ডো বনাম এমবাপে। পুরনো পরিসংখ্যান এবং বর্তমান পারফরম্যান্স, দুইয়ের বিচারেই ফ্রান্সের পাল্লা অনেকটাই ভারী। তবে পর্তুগিজ সমর্থকরা অবশ্যই চাইবেন এই ম্যাচে অঘটন ঘটুক। ফ্রান্স-পর্তুগাল দুই দলের মধ্যে আজ যে জিতবে, সে পরবর্তী পর্যায়ে চলে যাবে নিশ্চিতভাবে। যদি খেলা ফলাফলশূন্য হয়, সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে, এই গ্রুপের অন্য ম্যাচটির দিকে। অন্যদিকে আজ শ্লোভাকিয়ার বিরুদ্ধে খেলতে নামছে স্পেনও। রাউন্ড অফ সিক্সটিনে পোঁছানোর জন্য আজকের ম্যাচ জিততেই হবে স্পেনকে।