ইউরো নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, এক নজরে আজকের ম্যাচ প্রিভিউ
- ১১ জুন থেকে শুরু হয়ে গিয়েছে ইউরো কাপ
- সেই দিকেই তাকিয়ে এখন ফুটবল প্রেমীরা
- মোট দুটি ম্যাচ রয়েছে আজকে
- এক নজরে আজকের ম্যাচ প্রিভিউ
ইউরোয় আজ ডু অর ডাই ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে খেলতে নামছে জার্মানি। হেরে গেলে এবারের মত ইউরো থেকে কার্যত বিদায় নিতে হবে ম্যানুয়েল নয়ার, টোনি ক্রুসদের। অন্যদিকে পর্তুগাল প্রথম ম্যাচ দাপটের সঙ্গে জিতেছে। গোল পেয়েছেন ক্রিশিয়ানো রোনাল্ডো। পর্তুগালের অবশ্যই লক্ষ্য থাকবে আজকের ম্যাচে জয় তুলে নিয়ে ইউরোর পরবর্তী ধাপে জায়গা নিশ্চিত করে ফেলা। আজ আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে স্পেন এবং পোল্যান্ড। দুটি টিমের কেউই এখনও অবধি জয়ের স্বাদ পায়নি। শেষ ষোলোয় পৌঁছানর জন্য আজকের ম্যাচ জিততে মরিয়া লুইস এনরিকের দল। পাশাপাশি তিন পয়েন্ট সহজে হাতছাড়া করতে নারাজ পোল্যান্ডও। পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখে কোন দল, তা অবশ্য সময়ই বলবে। অন্যদিকে হাঙ্গেরি এবং ফ্রান্সের খেলা ঘিরেও উন্মাদনা তুঙ্গে। প্রথম ম্যাচে জার্মানির বিরুদ্ধে গোল না করেও জয়ের স্বাদ পেয়েছে এম্বাপে-রা। আজকের ম্যাচ জিতলে পরবর্তী ধাপে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে ফ্রান্সের। নিঃসন্দেহে সেদিকেই লক্ষ্য থাকবে গ্রিজম্যানদের। কিন্তু হাঙ্গেরি কোনও চমক দিতে পারে কী না, সেদিকেই নজর থাকবে ফুটবপ্রেমীদের।