Asianet News BanglaAsianet News Bangla

করোনা কেড়েছে কাজ, বীরভূমের বহুরূপীদের জন্য এবার বিশেষ উদ্যোগ

করোনা কালে কাজ নেই বহূরূপীদের। করোনা ভয়ে গৃহবন্দি এখন তাঁরাও। তাদেরই পাশে দাঁড়িয়েছে লোকেস্বরানন্দ আই ফাউন্ডেশন। এগিয়ে এসেছে এক নাট্য সংস্থা এবং বীরভূমের সংস্কৃতি বাহিনীও। 'উষ্ণিক' নাট্য সংস্থা -র উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন হয়। তাদের সঙ্গেই 'বীরভূম সংস্কৃতি বাহিনী' বিশেষ উদ্যোগ নেয়। বহুরূপীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন। করোনার বন্দি দশায় দিন কাটলেও আবার বহুরূপীর সাজে রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ার অপেক্ষায় দিন গুনছেন এখন এই বহুরূপীরা।

Jul 21, 2021, 1:26 PM IST

করোনা কালে কাজ নেই বহূরূপীদের। করোনা ভয়ে গৃহবন্দি এখন তাঁরাও। তাদেরই পাশে দাঁড়িয়েছে লোকেস্বরানন্দ আই ফাউন্ডেশন। এগিয়ে এসেছে এক নাট্য সংস্থা এবং বীরভূমের সংস্কৃতি বাহিনীও। 'উষ্ণিক' নাট্য সংস্থা -র উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন হয়। তাদের সঙ্গেই 'বীরভূম সংস্কৃতি বাহিনী' বিশেষ উদ্যোগ নেয়। বহুরূপীদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা সেখানে উপস্থিত ছিলেন। করোনার বন্দি দশায় দিন কাটলেও আবার বহুরূপীর সাজে রাস্তায় রাস্তায় বেরিয়ে পড়ার অপেক্ষায় দিন গুনছেন এখন এই বহুরূপীরা।