অভিনব ক্লাইম্বিং জুতো বানিয়ে বাজিমাত আখতারের
- ল্যাম্পপোস্টে ওঠার জন্য আর প্রয়োজন নেই মইয়ের
- মই ছাড়াই এবার ওঠা যাবে উঁচু ল্যাম্পপোস্টে
- আর তার জন্যই তৈরি হয়েছে ক্লাইম্বিং জুতো
- জুতোটি আবিষ্কার করেছেন উত্তর দিনাজপুরের আখতার আলি
ল্যাম্পপোস্টে ওঠার জন্য আর প্রয়োজন নেই মইয়ের। মই ছাড়াই এবার ওঠা যাবে উঁচু ল্যাম্পপোস্টে। আর তার জন্যই তৈরি হয়েছে ক্লাইম্বিং জুতো। সামান্য ভারী লোহার এই ক্লাইম্বিং জুতো। অভিনব এই জুতোতেই হবে বাজিমাত। এই জুতো পরলে সহজেই ওঠা যাবে ল্যাম্পপোস্টে। জুতোটি আবিষ্কার করেছেন আখতার আলি। উত্তর দিনাজপুরের দাসপাড়ায় বাসিন্দা আখতার। তাঁর আবিষ্কারই এখন সাড়া ফেলেছে। ইতিমধ্যেই গ্রামে গঞ্জে বিদ্যুৎ বিভ্রাট সামাল দিতে ডাক পড়ছে আখতারের।