Asianet News BanglaAsianet News Bangla

'বিয়ের জন্য সত্তর যোগাযোগ করুন', বাজনা বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সনু সুদ

  • 'বিয়ের জন্য সত্তর যোগাযোগ করুন' 
  • 'প্রস্তুত রয়েছে আমাদের ব্যান্ড', বাজনা বাজিয়ে জানালেন খোদ সনু সুদ
  • সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও পোস্ট করেছেন তিনি
  • যেখানে তাঁকে দেখা যাচ্ছে ব্যান্ডের হয়ে বাজনা বাজাতে
  • সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়
May 13, 2021, 1:46 PM IST

 করোনার জেরে ভারতে এখন শুধুই হাহাকার। প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলের কপালেই এখন চিন্তার ভাঁজ। এই পরিস্থিতিতে বরাবরই গরীবের মসিহা তিনি। মহামারীর কঠিন সময়ে ফের সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ। 'বিয়ের জন্য সত্তর যোগাযোগ করুন, প্রস্তুত রয়েছে আমাদের ব্যান্ড', বাজনা বাজিয়ে জানালেন খোদ সনু সুদ।। সোশ্যাল মিডিয়ায় এমনই এক ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে তাঁকে দেখা যাচ্ছে ব্যান্ডের হয়ে বাজনা বাজাতে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।

Video Top Stories