বরফে ঘেরা চারপাশ, 'মাউন্ট ইউনাম' -এর শিখরে ৮ পর্বতারোহী, দেখে নিন ভিডিও
বর্ষা মানেই পাহাড়ে ধসের আতঙ্ক। সেই সব আতঙ্ক জয় করেই পর্বতের শিখরে পৌঁছলেন ৮ পর্বতারোহী। ১৭ ই আগস্ট লাহুল উপত্যকায় অবস্থিত 'মাউন্ট ইউনাম' আরহণের উদ্দেশে ৮ পর্বতারোহীর এই দল শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে। নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের পরিচালনায় দীপঙ্কর দে -র নেতৃত্বে শুরু হয় তাঁদের যাত্রা। পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে এগিয়ে চলেন তাঁরা। ২৬ আগস্ট রাত দুটোয় শৃঙ্গে আরোহণের উদ্দেশে দলের ৬ জন সদস্য রওনা দিয়ে সকাল ৮টা ৩০ মিনিটে 'মাউন্ট ইউনাম' পর্বতের শৃঙ্গে পৌঁছয় তাঁরা। স্বপ্নপূরণ তো হল এবার বাড়ি ফেরার পালা, সূত্রের খবর, দলের সকল সদস্যই সুস্থ রয়েছেন এবং ৩০ শে আগস্ট দুপুরে দিল্লি হয়ে বাগডোগরা বিমান বন্দরে পৌঁছবে দলটি।
বর্ষা মানেই পাহাড়ে ধসের আতঙ্ক। সেই সব আতঙ্ক জয় করেই পর্বতের শিখরে পৌঁছলেন ৮ পর্বতারোহী। ১৭ ই আগস্ট লাহুল উপত্যকায় অবস্থিত 'মাউন্ট ইউনাম' আরহণের উদ্দেশে ৮ পর্বতারোহীর এই দল শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করে। নর্থ বেঙ্গল এক্সপ্লোরার্স ক্লাবের পরিচালনায় দীপঙ্কর দে -র নেতৃত্বে শুরু হয় তাঁদের যাত্রা। পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে এগিয়ে চলেন তাঁরা। ২৬ আগস্ট রাত দুটোয় শৃঙ্গে আরোহণের উদ্দেশে দলের ৬ জন সদস্য রওনা দিয়ে সকাল ৮টা ৩০ মিনিটে 'মাউন্ট ইউনাম' পর্বতের শৃঙ্গে পৌঁছয় তাঁরা। স্বপ্নপূরণ তো হল এবার বাড়ি ফেরার পালা, সূত্রের খবর, দলের সকল সদস্যই সুস্থ রয়েছেন এবং ৩০ শে আগস্ট দুপুরে দিল্লি হয়ে বাগডোগরা বিমান বন্দরে পৌঁছবে দলটি।