সন্তুরের সুরে ভারতের জাতীয় সঙ্গীত, অবাক করলেন ইরানিয়ান যুবতী

সন্তুরের সুরে ভারতের জাতীয় সঙ্গীত। সন্তুরে অবশ্য সুর তুলেছেন একজন ইরানিয়ান। হাসি মুখে অসধারণ সন্তুর বাজানোর এই ভিডিও এখন ভাইরাল। প্রসঙ্গত, এর আগেও নানা ভাবে জাতীয় সঙ্গীত শোনা গিয়েছে। কখনও বাঁশির সুরে তো কখনও তবলায়। তবে একজন ইরানিয়ান শিল্পীর এই সন্তুর বাজানো নজর কেড়েছে সকলের। 

/ Updated: Jul 30 2021, 05:14 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সন্তুরের সুরে ভারতের জাতীয় সঙ্গীত। সন্তুরে অবশ্য সুর তুলেছেন একজন ইরানিয়ান। হাসি মুখে অসধারণ সন্তুর বাজানোর এই ভিডিও এখন ভাইরাল। প্রসঙ্গত, এর আগেও নানা ভাবে জাতীয় সঙ্গীত শোনা গিয়েছে। কখনও বাঁশির সুরে তো কখনও তবলায়। তবে একজন ইরানিয়ান শিল্পীর এই সন্তুর বাজানো নজর কেড়েছে সকলের।