Asianet News BanglaAsianet News Bangla

সেরা সুন্দরীর দৌড়ে অংশ নিতে থাইল্যান্ডে পারি দিচ্ছেন বঙ্গ তনয়া মধুপর্ণা

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে এবার মালদহ -র সুন্দরী। ‘এলিক্সির এশিয়া’ মঞ্চে দেখা যাবে বঙ্গ তনয়া মধুপর্ণা হোড় -কে । এই প্রতিযোগিতা থেকে শুক্রবার আমন্ত্রণ পয়েছেন তিনি। তারপর থেকেই তাঁর বাড়িতে এখন খুশির আমেজ। ইংরেজিতে স্নাতকোত্তর করেছেন মধুপর্ণা। ছোট থেকেই তাঁর সৌন্দর্য প্রতিযোগিতার প্রতি আকর্ষণ ছিল। এর আগে বহু জায়গায় ফ্যাশন শো -এ অংশগ্রহণ করেছেন তিনি। এখন তবে তাঁর একটাই লক্ষ্য ‘এলিক্সির এশিয়া’। পৃথিবীর ২০টি দেশের সুন্দরীরা সেখানে অংশ নেবেন। সেখানেই জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন এখন মধুপর্ণা। 
 

Jul 31, 2021, 10:06 PM IST

সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে এবার মালদহ -র সুন্দরী। ‘এলিক্সির এশিয়া’ মঞ্চে দেখা যাবে বঙ্গ তনয়া মধুপর্ণা হোড় -কে । এই প্রতিযোগিতা থেকে শুক্রবার আমন্ত্রণ পয়েছেন তিনি। তারপর থেকেই তাঁর বাড়িতে এখন খুশির আমেজ। ইংরেজিতে স্নাতকোত্তর করেছেন মধুপর্ণা। ছোট থেকেই তাঁর সৌন্দর্য প্রতিযোগিতার প্রতি আকর্ষণ ছিল। এর আগে বহু জায়গায় ফ্যাশন শো -এ অংশগ্রহণ করেছেন তিনি। এখন তবে তাঁর একটাই লক্ষ্য ‘এলিক্সির এশিয়া’। পৃথিবীর ২০টি দেশের সুন্দরীরা সেখানে অংশ নেবেন। সেখানেই জয়ী হওয়ার স্বপ্ন দেখছেন এখন মধুপর্ণা।