এবার তিনে পা, বছরের প্রথম দিনেই সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রায় মাতল মহানগর
- পয়লা বৈশাখে সম্প্রীতির মঙ্গল শোভাযাত্রা
- কোভিড বিধি মেনেই চলে শোভাযাত্রা
- সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধেই এই উৎসব
- শোভাযাত্রায় দেখা গেল বাংলার শিল্পের নিদর্শনও
পয়লা বৈশাখের সকালে সম্প্রীতির রং ছড়িয়ে দিতে শহরে বেরোল মঙ্গল শোভাযাত্রা। নববর্ষ আসতেই বাঙালি হাসল অনেকদিন পর। সাম্প্রদায়িক বিভাজনের বিরুদ্ধে সম্প্রীতির উৎসবই এই শোভাযাত্রার ঐতিহ্য।তবে তার পাশপাশি পয়লা বৈশাখের আনন্দের মাঝেও যেনও কোথায় বিষাদের সুর তুলেছে করোনা। তাই করোনা বিধি মেনেই চলল শোভাযাত্রা। শোভাযাত্রায় মাস্ক এবং স্যানিটাইজারের ব্যবস্থাও রাখা হয়। অন্যবার যেখানে ২-৩ হাজার লোক থাকে সেখানে এবার ৪০০-৫০০ মতো লোক শোভাযাত্রায় অংশ নেয় বলে জানালেন কার্যকর্তা। নববর্ষের মঙ্গল শোভাযাত্রা এবার তৃতীয় বর্ষে পা দিল। কার্যকর্তা বুদ্ধদেব ঘোষ জানিয়েছেন, শোভাযাত্রায় রয়েছে বাংলার শিল্পীদের হাতে গড়া বাঘ, হাতি, পেঁচা, মাছ। এখানেই শেষ নয় রয়েছে শ্রমজীবি পরিবারের ভাস্কর্যও।